আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি পুলিশের গুলিতে নিহত হবার প্রতিক্রিয়ায় কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভে এখন পর্যন্ত পুলিশের গুলিতে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ২৫০।
শুক্রবার ভারত শাসিত কাশ্মীরে শ্রীনগর থেকে ৪৫ কিলোমিটার দূরে অনন্তনাগে বুরহান ওয়ানি নিহত হন।
তাঁর সাথে তাঁর আরও দুই সঙ্গীও নিহত হন।
শনিবার তার জানাজায় হাজার হাজার মানুষ যোগ দিয়ে রেকর্ড সৃষ্টি করে। তারপরই কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে নারী-পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমে পুলিশ আর সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে।
২১ বছর বয়সী বুরহান ওয়ানি কাশ্মীরের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন। সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন বুরহান। প্রচুর মানুষ এই মাধ্যমগুলোতে তাঁকে ফলো করতো।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ