রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

আসামে ৫ ‘বাঙ্গালি জঙ্গি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitled-1 copyস্টাফ রিপোর্টার : বাংলাদেশ থেকে সন্দেহভাজন ৫ জঙ্গি প্রবেশের খবর আসার পর উচ্চ সতর্কতায় রয়েছে ভারতের আসাম রাজ্য। ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, বাংলাদেশ থেকে সন্দেহভাজন ৫ ব্যক্তি মেঘালয় হয়ে আসামে প্রবেশ করার পর উদ্বেগে রয়েছে নিরাপত্তা বাহিনীগুলো। আসামের পুলিশ উচ্চ সতর্কতা জারি করেছে। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। আসামের সিনিয়র এক পুলিশ কর্মকর্তা ইকোনোমিক টাইমসকে বলেছেন, ‘মেঘালয় পুলিশ আমাদের জানিয়েছে, বাংলাদেশ থেকে ৫ ব্যক্তি আসামে প্রবেশ করেছে। তারা জঙ্গি কিনা আমরা তা নিশ্চিত হওয়ার জন্য কাজ করছি।’ তিনি আরও বলেন, সেনাবাহিনীসহ সকল নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আমরা সন্দেহভাজনকে শনাক্ত করার চেষ্টা করছি।

গোয়াহাটি বিমানবন্দর এবং কামাক্ষা মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল মুকেশ সাহায় বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর বিশেষ করে রাজ্যজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। বাংলাদেশ থেকে প্রবেশ করা ৫ ব্যক্তির বিষয়ে সাহায় বলেন, ‘মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড় এলাকার প্রত্যন্ত গ্রামের গ্রামবাসীরা সন্দেহভাজন ৫ তরুণকে দেখেছে বলে খবর এসেছে। আমরা এখনও এর সত্যতা যাচাই করার চেষ্টা করছি। গারো পাহাড় পুলিশের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’
রিপোর্টে আরও বলা হয়, বাংলাদেশ ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) আসাম রাজ্যে সক্রিয়। অতীতে বেশ ক’জন জেএমবি কর্মী সেখানে গ্রেপ্তারও হয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ