যুল হাসান হাবিব : প্রিয় নবী মুহাম্মাদ সা. বলেছন, ‘যে ব্যক্তি রমযানের রোযা রাখার পর-পরেই শাওয়াল মাসে ৬ টি রোযা রাখে, সে যেনো পূর্ণ এক বছর (৩৬৫ দিন) রোযা রাখার সমান সাওয়াব লাভ করল।’ (মুসলিম ১১৬৪, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ) যে ব্যক্তি পুরো রমজান সিয়াম পালনের পর এ রোজা ছয়টি করবে সে যেন সারা বছর রোজা করল। অল্প আমরে এ এক বিশাল অর্জন। এটা বান্দার ওপর আল্লাহর অসীম দয়া যে, তিনি অল্প আমলের বিনিময়ে অধিক সাওয়াব দিবেন।
৬ রোজা রাখার নিয়ম
কোন কারণে রমজানের রোজা কাজা হয়ে থাকলে আগে কাজা আদায় করবেন তারপর শাওয়ালের ৬ রোজা। শুধু কাজা রোজা আদায় করার দ্বারা শাওয়ালের ৬ রোজা আদায় হবে না বরং আলাদাভাবে ৬ রোজা রাখতে হবে। এই রোজা শাওয়াল মাসের যে কোন ছয় দিনে রাখতে পারবে ঈদের দিন বা ঈদের দ্বিতীয় দিন রাখা আবশ্যক নয়। ৬টি রোজা চাইলে ধারাবাহিকভাবে রাখতে পারবে আবার বিরতি দিয়েও রাখতে পারবে। ( সূত্র : আপকে মাসায়েল আওর উনকা হল-খণ্ড : ৪, পৃ : ৬৪৪)