নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
রোববার এক শুভেচ্ছা বাণীতে পীর সাহেব চরমোনাই দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।
তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতা কল্যাণে কাজ করার শিক্ষা দেয়।
পীর সাহেব চরমোনাই বলেন, সকল ভেদাভেদ ভুলে সকলকে মানবতার কল্যাণে কাজ করা উচিত। তিনি বলেন, সরকার ও বিরোধী দলকে নিজেদের ক্ষমতায় আঁকড়ে থাকা ও ফিরে পাবার বদলে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করা উচিত। হিংসা-বিদ্বেষ, পরশ্রিকাতরতা ছেড়ে প্রকৃত দেশপ্রেমিকের পরিচয় দেয়া উচিত। আর সরকারেরও উচিত ইসলামবিরোধী নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং মুরতাদদের পক্ষালম্বন থেকে বিরত থেকে বিরোধী দলসহ সকলকে নিয়ে দেশগড়ায় নিয়োজিত হওয়া। তিনি বলেন, যারা চরমপন্থা অবলম্বন করে তাদের কাছে ইসলাম নেই। ইসলাম চরমপন্থা বা সন্ত্রাসবাদকে কখনো সমর্থন করে না। যারা এধরণের কাজ করে ইসলামকে হেয় করতে চায়, তারা ইসলাম ও মানবতার শত্রু।
তিনি সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান। পীর সাহেব চরমোনাই দলীয় সর্বস্তরর নেতাকর্মীসহ সকল মুজাহিদ, মুহিব্বীন-এর প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস