শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

'এ হামলা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসেনিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

রোববার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, এ হামলা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। যে কোন মূল্যে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ-জাতি ও মুসলিম মিল্লাতকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।

তারা বলেন, পৃথিবীর কোন ধর্মই সন্ত্রাসকে পছন্দ করে না। ইসলামের সাথে এর কোন সম্পর্ক নেই। ইসলাম কোন উগ্রতা, জঙ্গিবাদ ও সহিংসতাকে সমর্থন করে না। যারা এ হামলার সাথে জড়িত তারা ইসলাম, মুসলমান ও দেশ-জাতির শত্রু।

নেতৃদ্বয় বলেন এমন, ন্যাক্কারজনক হামলায় আমরা স্তম্ভিত। গোটা জাতি উদ্ভেগ, উৎকণ্ঠা, আতংক ও অস্বস্থিতে ভুগছে। দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করুন। এবং দেশের নাগরিক, বিদেশী কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। তারা আরো বলেন, দেশ ও জাতির অস্থিত্ব যেখানে হুমকির সম্মুখিন এমন বিষয়ে রাজনীতির নোংড়া খেলায় মত্ত না হয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটনপূর্বক এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করতে হবে।

নেতৃবৃন্দ দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের প্রশংসা করে বলেন, আল্লাহর রহমতে দেশের আইন শৃংখলা বাহিনী দৃঢ়তা, বিচক্ষনতা ও সাহসিকতার সহিত পরিস্তিতি মোকাবেলা করেছেন। তারা এমন কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জনান। পাশাপাশি আহতদের আশো সুস্থতা কামনা এবং ক্ষতিগ্রস্থদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকরের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ