আওয়ার ইসলাম ডেস্ক : আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর নিশ্চিত করেছে ঢাকার গুলশানের রেস্টুরেন্ট থেকে যে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের সবাই বিদেশী নাগরিক।
সংবাদ মাধ্যমগুলোর কাছে পাঠানো বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে আইএসপিআর।
এর আগে এক সংবাদ সম্মেলনে তারা রেস্টুরেন্টের ভেতরে ২০ টি মৃতদেহ পাবার খবর নিশ্চিত করেছিল।
নিহতদের সবাইকে শুক্রবার রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।
এছাড়াও অভিযানে ৬ জন হামলাকারী নিহত হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
সেনাবাহিনীর নেতৃত্বে ঐ অভিযানটির নাম দেয়া হয়েছে অপারেশন থান্ডারবোল্ট। সেনা কমান্ডোরা ছাড়াও নৌ, পুলিশ, বিজিবি এবং র্যাবের সদস্যরা অংশ নেন।
ঘটনাস্থল থেকে কয়েকটি পিস্তল, একে-২২ রাইফেল, ধারালো অস্ত্র এবং কয়েকটি বিস্ফোরক উদ্ধার করা হয়।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ