আওয়ার ইসলাম ডেস্ক : গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি ঘটনায় কাল রাত থেকে চলতে থাকা অচলাবস্থার অবসান ঘটিয়ে স্বস্তি ফিরিয়ে এনেছে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত সফল অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’। সকাল সাতটা ৪০ মিনিটে শুরু হওয়া এই অভিযান শেষ হয় মাত্র ১৩ মিনিটে। এই সময়ের মধ্যেই ছয় জঙ্গিকে হত্যা করে একজনকে জীবিত ধরতে সমর্থ হয় যৌথবাহিনী। এই অভিযান পরিচালনাকারীদের কেউ হতাহত হয়নি। অভিযান পুরোপুরি শেষ হয়ে যায় সকাল আটটায়।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অপারেশন থান্ডারবোল্টে অংশ নেয়- নৌ, বিমান বাহিনী, র্যাব, সোয়াত, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার দুপুরে সেনা সদর দপ্তরে এ অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী। তিনি বলেন, সরকার প্রধান এ ঘটনায় সেনাবাহিনীকে হস্তক্ষেপের কথা বললে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরপর সকালে শুরু হয় অভিযান। প্যারা কমান্ডোরা ৭টা ৪০ মিনিটে অপারেশন শুরু করে। ১২ থেকে ১৩ মিনিটের মধ্যে সকল অপরাধীকে নির্মূল করে সকাল সাড়ে ৮টায় অভিযানের সফল সমাপ্তি হয়।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ