ডেস্ক রিপোর্ট : গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলায় নিহত সবার লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ নেয়া হয়েছে। এদের মধ্যে ২০ জন বিদেশি এবং সেনাবাহিনীর অভিযানে নিহত ছয়জন সন্ত্রাসীর মরদেহও রয়েছে। বেলা সাড়ে চারটার দিকে কঠোর নিরাপত্তায় ১৪টি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, ‘অপারেশন থান্ডারবোল্ট’ শেষ হওয়ার পর বেলা দেড়টার দিকে সেনাবাহিনীর আটটি সাঁজোয়া যান ঘটনাস্থল ত্যাগ করে। চলে যান অপরারেশন থান্ডারবোল্টে অংশ নেওয়া কমান্ডো সেনারাও। এরপরে রাস্তার একপাশে কাটা তারের বেড়া দিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানে আসেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের নেতৃত্বে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে আলামত সংগ্রহ করেন। এরপরেই ১৪টি অ্যাম্বুলেন্সে করে হতাহতের মরদেহ নিয়ে যাওয়া হয়।
জিম্মীর এ ঘটনায় বিদেশি নাগরিকসহ জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে। তবে রাত সাড়ে ৯টায় হামলার পরপরই ২০ বিদেশি নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা।
নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সঙ্গে ০১৭৬৯০১২৫২৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
/আরআর