আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এক বৈঠকে মিলিত হয়েছেন। কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে আঞ্চলিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে দুই মন্ত্রী বৈঠক করেন।
সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার বোমারু বিমান ভূপাতিত হওয়ার পর থেকে দেশ দু’টির মধ্যে শীতল সম্পর্ক চলছিলো। সেই ঘটনার পর এই প্রথম দুই দেশ কোন বৈঠকে মিলিত হলো।
বৈঠকের পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য তুরস্ক ও রাশিয়ার উচিত একসঙ্গে কাজ করা। তিনি বলেন, তুরস্ক সরাসরি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই এর বিরুদ্ধে লড়াই করছে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, ‘আমরা আশা করি এই বৈঠক দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করবে’
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ