আন্তর্জাতিক ডেস্ক : আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতি আহমাদ আততাইয়্যেব আইএস সম্পর্কে বলেছেন, এই গোষ্ঠী ধর্ম ও মানবীয় প্রকৃতি থেকে বেরিয়ে গেছে।
ফ্রান্স টুয়েন্টি ফোর টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি এই মন্তব্য করেন।
আহমাদ আততাইয়্যেব বলেন, ‘মানুষের প্রকৃতি কি এটা বলে যে এক মানুষ আরেক মানুষের শিরশ্ছেদ করবে বা গলা কাটবে আর একইসঙ্গে শ্লোগান দিয়ে বলবে যে, আল্লাহু আকবার বা আল্লাহ সবচেয়ে বড়? ইসলামতো এমন বিষয়ের অনুমোদন দেয় না!
ইসলামের ইতিহাসে মুসলমানরা বন্দি বা নিরস্ত্র শত্রুকে এভাবে হত্যা করেনি উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি যে এইসব তাকফিরি গোষ্ঠী ইসলাম থেকে ব্যাপক মাত্রায় বিচ্যুত হয়ে গেছে এবং এতো বেশি বিচ্যুতি অতীতে আর কখনও দেখা যায়নি।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ