সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

রমজানের শেষ দশদিনের ইবাদত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muhammadআব্দুল্লাহ মুহাম্মাদ যুবায়ের : হজরত আয়েশা রা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশক শুরু হলে রাসুল সা. নিজে সারা রাত ইবাদত করে কাটাতেন এবং পরিবারের লোকদেরও ঘুম থেকে তুলে দিতেন। এ সময় তিনি ইবাদতের কঠোর অনুশীলনের জন্য নিজের মধ্যে শক্তি ও উৎসাহ সৃষ্টি করতেন। সহিহ মুসলিম, ইতেকাফ অধ্যায়

আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যে কঠোর সাধনা করতেন অন্য কোনো সময় তিনি এতটা করতেন না। সহিহ মুসলিম, ইতেকাফ অধ্যায়)

প্রথম হাদিসটি বিশ্লেষণ করলে দেখা যায়-

১। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করে কাটাতেন। অতএব বলা যায়, যাদের শরীর সুস্থ এবং সারা রাত জেগে থাকলে শারীরিক কোন সমস্যা হওয়ার সম্ভাবনাও কম তাদের জন্য রমজানের শেষ দশদিন সারা রাত জেগে ইবাদত করা উত্তম।

২। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদের ঘুম থেকে তুলে দিতেন। এ অংশের মাধ্যমে দুটা শিক্ষা আমরা নিতে পারি।

১। রমজানের শেষ দশদিন নিজে নিজে ইবাদত করলেই হবে না বরং পরিবারকেও ইবাদতে শামিল করাতে হবে।

২। যারা সারা রাত জেগে থাকতে পারেন না, তারা রাতের কিছুটা সময় ঘুমিয়ে নিবেন তারপর উঠে ইবাদত করবেন।

প্রথম ও দ্বিতীয় হাদিস উভয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশদিনে সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ইবাদত করতেন এবং ইবাদতের ক্ষেত্রে অনেক পরিশ্রম করতেন।

অতএব আমাদেরও উচিৎ রমযানের শেষ দশদিন অন্যান্য দিনের চেয়ে বেশি বেশি ইবাদত করা এবং ইবাদতে কঠোর হওয়া।

আল্লাহ তাওফিক দান করুন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ