আন্তর্জাতিক ডেস্ক : রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় আঙ্কারা সরকার রাশিয়ার কাছে ক্ষমা চাওয়ার খবর অস্বীকার করেছে তুরস্ক। তুর্কি প্রধানমন্ত্রী বিন আলী বিলদিরিম বলেছেন, এই ঘটনায় রাশিয়ার কাছে তুরস্ক কেবল দু:খ প্রকাশ করেছে। এ ঘটনার জন্য রাশিয়াকে তুরস্কের ক্ষতিপূরণ দেয়ার যে প্রস্তাবও নাকচ করে দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী ।
আজ মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
গতকাল সোমবার ক্রেমলিন দাবি করে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একটি চিঠির মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ক্ষমা চেয়েছেন।
আজ মঙ্গলবার তুরস্কের ক্ষমা চাওয়ার বিষয়টির অস্বীকার করলেন তুরস্কের প্রধানমন্ত্রী বিলদিরিম।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ