আন্তর্জাতিক ডেস্ক : উর্দি পরা দুই পুলিশ একে অন্যকে ঘুষি-লাথি মেরে চলেছেন আর অন্য দু'জন পুলিশ তাদের ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মারামারি চলছেই। গত রবিবার দিনের বেলায় এই চিত্র দেখা যায় ভারতের লখনউ শহরের এক ব্যস্ত চৌরাস্তার মোড়ে।
দুই পুলিশের মারামারি দেখতে চারদিকে ভিড় জমে গিয়েছিল। কয়েকজন ঝটপট মোবাইল ফোনে রেকর্ড করেন এই দৃশ্য। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ইউটিউবে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই দুই পুলিশকর্মী নিজেদের মধ্যে মারামারি করছিলেন। আর অন্য দু'জন পুলিশ সহকর্মীদের ছাড়ানোর চেষ্টা করছিলেন। শেষমেশ একজন সিনিয়র অফিসার এসে মারামারিতে লিপ্ত দুজনকে আলাদা করতে সক্ষম হন।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ওই মোড় দিয়ে প্রচুর ট্রাক চলাচল করে। ওই পুলিশ কর্মীরা যে ট্রাকগুলো থেকে ঘুষ নিচ্ছিলেন সেটা অনেকেই দেখেছেন। হঠাৎ দু'জনের মধ্যে মারামারি বেঁধে যায় ঘুষের ভাগ নিয়ে।
পুলিশ অবশ্য স্বীকার করেনি যে ঘুষের ভাগ বাঁটোয়ারা নিয়ে ঝামেলা হয়েছিল।
লখনউয়ের সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট মঞ্জিল সাইনী পিটিআই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘ওই এলাকায় ট্র্যাফিক জ্যাম হয়ে গিয়েছিল, সেটা কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে ঝামেলা হয় একজন পুলিশ কনস্টেবল আর একজন হোমগার্ডের মধ্যে। ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু হয়েছে আর হোমগার্ড কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা।’
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ