এম রবিউল্লাহ: সৌদির বাদশাহ সালমান রমজানের শেষ ১০ দিন মক্কা শরিফের কাছাকাছি অবস্থান করবেন। এ উদ্দেশ্যে তিনি মক্কায় পৌঁছেছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ বিন তুর্কি ও মক্কার অধিকার সুরক্ষার এসিসটেন্ট আন্ডার সেক্রেটারি প্রিন্স ফয়সাল বিন মোহাম্মদ বিন সাদ বিন আব্দুল রাহমান বাদশাহ সালমানকে আল সাফা প্যালেসে আমন্ত্রণ করেন। এ সময় অনেক ওলামা, উপদেষ্টা, সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তাও বাদশাহকে অভ্যর্থনা জানান।
বাদশাহ সালমান শুক্রবার রাতে জেদ্দা থেকে মক্কা আসেন। এর আগে বুধবার মদিনায় পৌঁছান। বৃহস্পতিবার বাদশাহ সালমান মদিনা মসজিদসহ স্বাস্থ্য, শিক্ষা, পানি, বিদ্যুৎ ও পয়নিষ্কাশন ব্যবস্থার মতো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। সূত্র : আরব নিউজ
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর /ওএস