ডেস্ক নিউজ : মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান এর ইন্তেকালে মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
বিবৃতিতে ইসলামী পত্রিকা পরিষদ নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহিউদ্দীন খান বাংলা ভাষায় প্রথম জনপ্রিয় ইসলামী মাসিক পত্রিকা প্রকাশের মাধ্যমে দ্বীনি দাওয়াতসহ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন একজন কর্মবীর। বাংলাদেশের হয়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করেছেন, তাফসীরে মাআরেফুল কুরআন এর অনুবাদ করেছেন, ছোট বড় প্রায় তিনশতাধিক ইসলামী পুস্তক রচনা ও প্রকাশ করেছেন, অনেক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও লেখক তৈরী করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন। ভারতের মরন ফাদ টিপাইমুখ বাধের বিরুদ্ধে জকিগঞ্জ অভিমূখে সফল লংমার্চ করেছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, মাসিক সংস্কার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন, মাসিক মদীনার পয়গাম সম্পাদক শহিদুল ইসলাম কবির।