বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ ।। ২৬ চৈত্র ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ইবতেহাল আবু সাঈদ এর চিৎকার: গাজায় ইসরায়েলি যুদ্ধযন্ত্রে মাইক্রোসফট কিভাবে সহায়তা করছে? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসায়  ঢাকায় আগত নতুন ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ইরান-আমেরিকা সম্পর্ক: ট্রাম্পের সরাসরি আলোচনা প্রস্তাব, যুদ্ধ না শান্তিপূর্ণ সমাধান? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মহিলা মাদরাসায়  দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু, অল্পদামে মিলবে ২৫০ রকম ঔষধ বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ বারিধারা মাদরাসায় হেফাজতের মহাসমাবেশের প্রস্তুতি সভা

প্রকাশের আগেই সাড়া ফেলেছে ‘সাল্লি আলা মুহাম্মাদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

salli ala muhammadআবিদ আনজুম : বাংলাদেশে ইসলামি সঙ্গীত নিয়ে এ ধরনের ঘটনা বিরল। প্রকাশের আগেই তুমুল সাড়া ফেলেছে সঙ্গীত সাল্লি আলা মুহাম্মদ। শ্রোতারা এখন মুখিয়ে আছেন কবে আসবে অ্যালবামটি।

জানা গেছে, মে মাসের মাঝামাঝি সময়ে গানটির ট্রেইলার ছাড়া হয় ইউটিউবে। ট্রেইলারে সঙ্গীতটির প্রথম অংশের সঙ্গে জুড়ে দেয়া হয়েছিল শিল্পীদের কথা। মাত্র কয়েকদিনেই ফেসবুক ইউটিউব মিলিয়ে ট্রেইলারটি দেখেছেন ১লাখের ওপরে।

কলরবের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান জানিয়েছেন, সাল্লি আলা ‍মুহাম্মদের ভিডিওতে পাঠকের জন্য থাকবে বেশ কিছু চমক। ইসলামী সঙ্গীতে এমন চমৎকার কম্পোজিশন, মনোরম পরিবেশে ভিডিও ধারণ খুব কম হয়েছে। সবমিলিয়ে অন্যরকম একটি সঙ্গীত অ্যালবাম পাচ্ছে শ্রোতারা।

শ্রোতারা যে ধরনের ইসলামী সঙ্গীত আশা করেন তার সবই রয়েছে অ্যালবামটিতে। সুতরাং কলরব বন্ধুদের আশা, খুব সহজেই মন জয় করবে কলরববন্ধুদের।

সঙ্গীতটির গীতিকার বিশিষ্ট কবি সাইফ সিরাজ। সুরকার মুহাম্মদ বদরুজ্জামান। একসঙ্গে গেয়েছেন কলরবের কিশোর বন্ধুরা।

প্রথমত এটি সাল্লি আলা মুহাম্মাদ এ্যালবামের টাইটেল ট্র্যাক। এর ভিডিওটি আসবে দুয়েকদিনের মধ্যে। আর অ্যালবামটি আসছে ২২রমজান। এতে কলরবের জনপ্রিয় সব শিল্পীদের অংশগ্রহণ থাকছে। এ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। এইই প্রথম এমন একটি অ্যালবাম বের হচ্ছে যার প্রতিটি গানেই রয়েছে বৈচিত্র্য।

উল্লেখ্য, প্রথম ইসলামি কোনো সঙ্গীত হিসেবে অ্যালবামটি মি্উজিকের বিশাল বাজার রবি মিউজিক এ্যাপে স্থান পাচ্ছে। গুগল প্লে থেকে যে কেউ এটি ডাউনলোড করে শুনতে পারবে।

সঙ্গীতটির ট্রেইলার

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ