শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

তাকাইয়া থাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muktaরওশন আরা মুক্তা : তাকাইয়া থাকা নিয়ে ইদানিং আমি বেশ সমস্যায় আছি। মানসিকভাবে আমি গ্রহন করতে পারছি না যে পাবলিক প্লেসে কেউ আমার দিকে তাকাইয়া আছেন। এমন সমস্যায় অনেক মেয়েই আছেন আমার মতো মনে হয়। ছেলেরাও থাকতে পারেন।

ধরেন আপনি একজন ছেলে, আপনার দিকে রাস্তায় কেউ এমনভাবে তাকিয়ে থাকলো যে আপনার মনে হতে পারে সে পকেটমার বা খুনী। বা সে অন্য কোনো ক্ষতি করতে পারে আপনার।

একটা মেয়ে যদি দেখে রাস্তায় কেউ তার দিকে তাকিয়ে আছে তাহলে মেয়েটি কি কি ভাবতে পারে বলে মনে হয় আপনাদের?

আমার যেমন মনে হতে থাকে তাকিয়ে থাকা লোকটা সুযোগ পেলেই গায়ে হাত দেবে অথবা আমার অন্য কোনো ক্ষতি করবে। অথবা তাকিয়ে যেহেতু আছে সেই লোক অবশ্যই এমন কিছু ভাবছে আমাকে নিয়ে যা শোভন নয়। আমি এক্সট্রিমলি মেনটালি হ্যারাসড ফিল করি এ ধরনের তাকাইয়া থাকা দেখলে।

কিছু লোক আছে বাইক চালিয়ে যাচ্ছে কিন্তু তারা পেছনে ফিরে হলেও দেখেন মেয়েটিকে। এতে বাইক খাদে গেল না বাসের নিচে গেল এসব তাদের মনে থাকে না।

আজ যেমন আমার মেয়ের দিকে কিছু লোক তাকিয়ে ছিল রাস্তায়। প্যান্টশার্ট চাপানো ‘ভদ্রলোক’ কিন্তু তাদের তাকাইয়া থাকা আমার কাছে চরম অসভ্য লাগলো, আমাকে দেখে এরপর আমার দিকে তাকিয়ে থাকলেন ভদ্রলোকগুলা।

কারো দিকে তাকাইয়া থাকা একটা সিরিয়াস অফেন্স বলে মনে হয় আমার। আচ্ছা এ বিষয়ে কি কোনো আইন আছে? মানে কেউ যদি মনে করেন অন্য কারো তাকাইয়া থাকাটা শোভন না, সে কি আইনগত ব্যবস্থা নিতে পারবে? সেই সুযোগ কি আছে?

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ