সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

রাসুল সা. এর আদর্শ ছাড়া অন্য কাউকে মডেলরূপে গ্রহণ করতে প্রস্তুত নই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Toufiq box copy[আলহাজ্ব তৌফিক বকস লিপন। একজন রাজনীতিবিদ ও সমাজ সেবক। গ্রিন বাংলাদেশ দেখতে যিনি কাজ করে যাচ্ছেন দীর্ঘ দিন। সিলেটে তার সেবাধর্মী কাজ সমাদৃত হয়েছে সবার কাছে। আলহাজ তৌফিক বকস বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর। তার সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সব এডিটর সাইফুল ইসলাম রিয়াদ ]

আওয়ার ইসলাম: নির্বাচিত হওয়ার পর আপনার এলাকায় উন্নয়ন এবং অগ্রগতি কতটুকু হয়েছে?
আলহাজ্ব তৌফিক বকস লিপন : আলহামদুলিল্লাহ!  প্রথমেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমকে এবং স্মরণ করছি আমার প্রিয় ওয়ার্ডবাসীকে। যাদের মূল্যবান ভোটে জয়ী হয়ে এলাকার সেবা করার সুযোগ পেয়েছি।এলাকার উন্নয়ন এবং অগ্রগতির ব্যাপারটি জানতে চাইলে, আমি বলব আশিভাগ কমপ্লিট হয়ে গেছে। আশা করছি অচিরেই শতভাগ কার্যক্রম সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

আওয়ার ইসলাম: আপনার সেবাধর্মী কাজে ওয়ার্ডবাসী কতটুকু সন্তুষ্ট?
আলহাজ্ব তৌফিক বকস লিপন : আমার কর্মকাণ্ডে ওয়ার্ডবাসী কতটুকু সন্তুষ্ট তা আগামী নির্বাচনে মূল্যায়িত হবে। ওয়ার্ডবাসীর মূল্যায়নেই প্রকাশ পাবে তাদের সন্তুষ্টি। কিন্তু আমি তো তাদের মুহুর্মুহু ভালোবাসায় সিক্ত হচ্ছি।

আওয়ার ইসলাম : শিক্ষাক্ষেত্রে আপনার পদক্ষেপ কি?
আলহাজ্ব তৌফিক বকস লিপন : শিক্ষা ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। এলাকার প্রতিটি স্কুলে পড়ালেখার মান উন্নয়নের প্রতি খেয়াল রাখছি।বিশেষ দিবসগুলো কেন্দ্র করে বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করছি।গরিব ছেলে মেয়েদের অর্থ যোগান দিচ্ছি। তারা যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। মাদরাসাগুলোতেও অভিভাবকত্ব করছি, যাতে কোন প্রকারের ব্যাঘাত না ঘটে। মাননীয় সরকার যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছে, এতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার এ প্রচেষ্টার লক্ষ্য হলো নিরক্ষরতার অভিশাপ থেকে সমাজ রক্ষা করা। প্রতিটি ওয়ার্ড প্রতিনিধি এ দায়িত্ব গুরুত্বের সাথে পালন করলে অল্প সময়ের ব্যবধানেই বিশ্বের মানচিত্রে শতভাগ শিক্ষিত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নতুন পরিচয় পাবে।

আওয়ার ইসলাম : সিলেট শহর নিয়ে আপনার আগামীর ভাবনা কী?
আলহাজ্ব তৌফিক বকস লিপন : সভ্য সমাজ উপহার দেয়া এবং সবুজ বৃক্ষের সমারোহে গ্রিন সিলেট  নির্মাণ করা।

আওয়ার ইসলাম : কার আদর্শ রাজনীতির মাঠে আসতে আপনাকে উদ্বুদ্ধ করেছে?
আলহাজ্ব তৌফিক বকস লিপন : রাসুল সা. এর জীবনাদর্শই আমার একমাত্র অনুপ্রেরণা।  রাসুলের সা. এর আদর্শ ছাড়া অন্য কাউকে মডেলরূপে গ্রহণ করতে আমি প্রস্তুত নই। আমার রাজনীতির মূল টার্গেটই হল জনসেবা।

FB_IMG_1465934970541

আওয়ার ইসলাম : বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আওয়ার ইসলাম সবুজ পৃথিবী দেখতে চায়। এ কারণে ৬৪ জেলায় বৃক্ষরোপণের মাধ্যমে আওয়ার ইসলাম যাত্রা করেছে। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কী?
আলহাজ্ব তৌফিক বকস লিপন : আমিও চাই পৃথিবী সবুজ হোক সবুজাভ হয়ে উঠুক আমার প্রিয় মাতৃভূমি। আমাদের সবার উচিত এ ব্যাপারে সোচ্চার হওয়া। নতুবা পৃথিবী গ্রিন আউট হয়ে যাবে। যদি এর বাস্তবায়ন না হয়,  তবে খুব শিগগির পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। আওয়ার ইসলামের এ পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি এর সফলতা ও অগ্রগতি কামনা করছি। আমি চাই এর শীতল ছায়ায় দিশাহীন লোকগুলো পরমাদরে আশ্রিত হোক। সঙ্গে সঙ্গে একটি পরামর্শ থাকবে আওয়ার ইসলামের প্রতি। আপনারা দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং অন্যায়ভাবে মানুষ হত্যার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে কাজ করবেন এবং সব সময় সজাগ দৃষ্টি রাখবেন।

আওয়ার ইসলাম টোযেন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ