ইমতিয়াজ বিন মাহতাব : বেশ কবছর আগে কাজের জন্য সৌদি গিয়েছিলেন বাংলাদেশের ফয়জুল করিম। পবিত্র কুরআনের হাফেজও তিনি। মিলেছিল পরিচ্ছন্নতাকর্মীর কাজ। সেটাতেই কাটিয়ে দিয়েছেন দীর্ঘ দিন। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ভাগ্য বদলেছে ফয়জুল করিমের। তিনি এখন পেশ ইমাম।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের খামিস মুশাইত শহরের ঘটনা এটি। পৌর কর্তৃপক্ষ ফয়জুল করিমের মনোমুগ্ধকর সুমধুর কুরআন তেলাওয়াত শুনে মসজিদের পেশ ইমাম নিযুক্ত করে সম্মান জানায়।
সৌদির নিউজ এজেন্সির সূত্র মোতাবেক, খামিস মুশাইত পৌর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতাকর্মী ফয়জুল করিম পবিত্র কুরআন শরিফের হাফেজ। তিনি সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতের রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। তার এই পোস্টটি অস্বাভাবিক গ্রহণযোগ্যতা লাভ করে। খামিস মুশাইত পৌর কর্তৃপক্ষ এ খবর জানতে পেরে তার কুরআনের হিফজের পরীক্ষা নেয়। এরপর তারা পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এক মসজিদের পেশ ইমাম নিযুক্ত করে ফয়জুল করিমকে সম্মান জানায়।
পবিত্র কুরআনের কারণে সম্মানে ভূষিত হওয়া ফয়জুল করিম আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভিডিওতে শুনুন তার মনোমুগ্ধকর তেলাওয়াত
#t=11
সূত্র : almnatiq.net
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর