বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ ।। ২৬ চৈত্র ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সিজদার ফজিলত ইবতেহাল আবু সাঈদ এর চিৎকার: গাজায় ইসরায়েলি যুদ্ধযন্ত্রে মাইক্রোসফট কিভাবে সহায়তা করছে? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসায়  ঢাকায় আগত নতুন ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ইরান-আমেরিকা সম্পর্ক: ট্রাম্পের সরাসরি আলোচনা প্রস্তাব, যুদ্ধ না শান্তিপূর্ণ সমাধান? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মহিলা মাদরাসায়  দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু, অল্পদামে মিলবে ২৫০ রকম ঔষধ বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

এশিয়ান টিভিতে প্রতিদিন ‘কোরআন আমার ভালবাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran amar valobash copyআমিন ইকবাল : কুরআন নাজিলের মাস রমজান। এ মাসে মুমিন হৃদয়ে কুরআনে সুর বাজে। মসজিদে মসজিদে নামে তেলাওয়াতের উৎসব। কুরআনের সেই সুর ও ঐশী কালামের হৃদয়ছোঁয়া বাণী- বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে পবিত্র রমজানে এশিয়ান টিভি আয়োজন করেছেন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘কোরআন আমার ভালবাসা’। হামদর্দ রুহ আফজা নিবেদিত অনুষ্ঠানটি বিশ্বসেরা হাফেজে কোরআনদের নিয়ে বাংলাদেশে ২য় আয়োজন। এতে থাকছে সৌদি আরব, মিশর, কাতার, ইরানসহ বিশ্বের খ্যাতনামা আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় বিজয়ী বিশ্ব বিখ্যাত হাফেজে কুরআনদের পবিত্র কণ্ঠের তেলাওয়াত ও তাদের সফল জীবনের গল্প।

পাশাপাশি দেশের নানা প্রান্তের বরেণ্য ব্যক্তি তাদের জীবনে কোরআনের প্রভাব, কুরআনের সাথে নানা আবেগঘন স্মৃতি পছন্দ ও ভালোলাগার নানা কথা তুলে ধরে স্মৃতিচারণ করছেন। অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন গাজী মুহাম্মদ সানাউল্লাহ। প্রযোজনা করছেন নূরুল আলম তরিত।

অনুষ্ঠান বিষয়ে গাজী মুহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘বিশ্বের নানা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের যে সকল বিস্ময়কর প্রতিভা বিজয়ী হচ্ছেন- জাতীয় পর্যায়ে তাদের তুলে ধরা ও প্রতিভার মূল্যায়ন করতেই এশিয়ান টিভির এই আয়োজন। আয়োজনটি গত বছর থেকে শুরু হয়েছে। দর্শকদের অভাবনীয় সাড়া ও উৎসাহে এবছর আরও নিঁখুত ও সমৃদ্ধভাবে আয়োজনটি প্রচার করা হচ্ছে। আমাদের কাছে প্রতিদিন ফোন, ই-মেইল, চিঠি ইত্যাদির মাধ্যমে অনেকেই বলছেন, বিশ্ব জয় করা হাফেজে কোরআনদের হৃদয়ছোঁয়া তেলাওয়াত ও কোরআন নিয়ে তাদের ভালোবাসার গল্প শুনে অনেকেই আপ্লোত হচ্ছেন, গলিত হচ্ছেন। দর্শক-শ্রোতাদের এমন উৎসাহ ও ভালবাসা সঙ্গে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই।’

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ