আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে সামরিক বাহিনীর হামলায় ১৩ জন পিকেকে গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি ও ভান প্রদেশে এসব হামলা হয়।
তুরস্কের জেনারেল স্টাফ গতকাল এক বিবৃতিতে বলেন, হাক্কারি প্রদেশের দাগলিসা এলাকায় বিমান বাহিনী দু দফা বোমা বর্ষণ করে। এতে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে’র ১০ জন গেরিলা নিহত হয়। ভান প্রদেশের ইপিকইয়োলু জেলায় সেনা অভিযানে নিহত হয়েছে আরও ৩ জন।
গত জুলাই মাসে তুরস্কের সুর শহরে একটি বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে তুর্কি সরকার পিকেকে গেরিলা-বিরোধী অভিযান শুরু করে। এই অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত তুরস্কে প্রায় পাঁচ হাজার গেরিলা ও তিনশ’ সেনা নিহত হয়েছে।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ