স্টাফ করেসপন্ডেন্ট : জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘরে বাইরে। অপরদিকে সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি এবং গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীদলীয় নেতাকর্মীরা। ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকার সাঁড়াশি অভিযানের কথা বলে ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। এটা (সাঁড়াশি অভিযান) হচ্ছে তাদের সেই কৌশল, যেই কৌশল করে তারা এখানে জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিলো। আজকে এই সাঁড়াশি অভিযানের অজুহাত নিয়ে তারা আবারো বিরোধী দলগুলোকে ওপর দমন চালানো হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি।
সিপিবি-বাসদ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, দেশে অশুভ শক্তির হাত থেকে পুরোহিত, ক্ষুদে ব্যবসায়ী, পুলিশ অফিসারের স্ত্রী- কেউই রেহাই পাচ্ছেন না। একদিকে টার্গেট করে পরিকল্পিতভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। আবার গুম, গুপ্ত-হত্যাকাণ্ড চলছে। এমন এক নিরাপত্তাহীন অবস্থায় মানুষের ক্ষোভ-হতাশা, উদ্বেগ-উৎকণ্ঠা অনেক বেড়ে গেছে।