শিল্প-সাহিত্য করতে আসা তরুণেরা হারিয়ে যায়, ভবিষ্যৎ তাদের অন্ধকার হয় পেশাগত দক্ষতার অভাবে। ‘পেটের’ চাহিদা পূরণ করতে গিয়ে মনের খোরাক জোগানো থেকে ছিটকে পড়ে অনেকে। তাই শিল্পমনা, সাহিত্যামোদী ও আগামীর লেখকদের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা হাতে নিয়েছি ‘বিহান স্কিল’ নামে দক্ষতা উন্নয়ন প্রকল্প। লেখালেখি, সম্পাদনা, প্রুফরিডিংসহ নানা ক্ষেত্রে পেশাগত যোগ্যতা তৈরি করে দিতে কাজ করবে বিহান।
দেশে দিনদিন বড় হচ্ছে প্রুফরিডিংয়ের বাজার। চাহিদা বাড়ছে দক্ষ ও প্রশিক্ষিত প্রুফরিডারের। ‘সহজ’ এই খাতে ‘হাত ঝালাই’ করে নিলে ‘পকেট বোঝাই’ নিয়ে ভাবতে হবে না। হারিয়ে যাবে না তরুণদের রঙিন স্বপ্ন। তাই আজই শুরু হোক পেশাগত দক্ষতা উন্নয়নে যাত্রা। ছাত্র, কর্মজীবী, বেকার—যে-কেউ নিজেকে প্রমাণ করতে শিখে নিতে পারেন প্রুফরিডিংয়ের সাতসতেরো।
এই কোর্সে যা শেখানো ও দেখানো হবে-
১. প্রুফরিডিং কী।
২. বইপ্রকাশের প্রুফরিডিংয়ের গুরুত্ব।
৩. কেন এবং কীভাবে প্রুফরিডার হবেন।
৪. পেশা হিসেবে প্রুফরিডিং কেমন।
৫. বিটা রিডিং কী।
৬. বিটা রিডার ও প্রুফরিডারের পরিচয় এবং যোগ্যতা ও কাজ।
৭. প্রুফরিডিং ও সম্পাদনার পার্থক্য।
৮. প্রুফরিডিং ও লাইন এডিটিংয়ের পার্থক্য।
৯. কপি এডিটিং ও প্রুফরিডিংয়ের পার্থক্য।
১০. সম্পাদনার ভাষা-পরিভাষা।
১১. সম্পাদনার প্রকার ও সম্পাদকের শ্রেণি।
১২. লেখক-সম্পাদক-প্রুফরিডারের আলোচনা।
১৩. প্রুফরিডার-সম্পাদকের যাপন।
১৪. প্রুফরিডার-সম্পাদকের চোখ।
১৫. পাণ্ডুলিপি তৈরি ও সাজানোর নিয়ম।
১৬. বইয়ের পৃষ্ঠাবিন্যাস।
১৭. প্রুফরিডারের যোগ্যতা ও কাজ।
১৮. কীভাবে ভালো এবং ব্যতিক্রম প্রুফরিডার হবেন।
১৯. কার থেকে কীভাবে কাজ নেবেন, করবেন।
২০. কাজ পাওয়ার গোপন কৌশল।
২১. পাণ্ডুলিপি ও তার আকার-প্রকার।
২২. পাণ্ডুলিপি সমন্বয়ের সহজ পথ।
২৩. প্রুফ সংশোধনের সংকেত ও নমুনা।
২৪. প্রুফ দেখার শ্রেষ্ঠ সময় ও পরিবেশ।
২৫. প্রিন্ট ও ইলেক্টিক কপিতে প্রুফরিডিং।
২৬. প্রুফের জন্য প্রয়োজনীয় মাইক্রোসফট ওয়ার্ড টেকনিক।
২৭. নির্ভুল প্রুফরিডিংয়ের জরুরি কিছু টিপস।
২৮. প্রুফরিডিংয়ের জন্য প্রয়োজনীয় বাংলা ব্যাকরণের ভাষা-পরিভাষা।
২৯. বানান শেখা, মনে রাখা ও যাচাই করার সহজ পথ।
৩০. বানানের সূত্র ও গোত্র।
৩১. প্রুফরিডার-সম্পাদকের অভিধান অভিজ্ঞান।
৩২. প্রুফরিডিংয়ে ভুল হলে করণীয়।
৩৩. হাউজ স্টাইল ও প্রুফরিডিংয়ে তার আবশ্যকতা।
৩৪. প্রুফরিডিংয়ের সম্মানি কত, কীভাবে তা নির্ধারণ করবেন।
৩৫. প্রুফরিডারের জন্য সহায়ক কিছু বই।
৩৬. প্রকাশনা হাউজে কর্মরত দুজন প্রুফরিডারের জবানিতে প্রুফরিডিংয়ে সংকট-সম্ভাবনা।
৩৭. আন্তর্জাতিক কজন প্রুফরিডারের পরিচয়, প্রুফরিডিংয়ের সাথে তাদের জীবনযাপনের হালচাল।
জরুরি জ্ঞাতব্য-
• গুগল মিটের মাধ্যমে রাত ৯টায় এক দিন পরপর এক মাসে ঘণ্টাব্যাপী মোট ১৫টি ক্লাস নেওয়া হবে।
• মূল ক্লাস শুরু হবে পহেলা জানুয়ারি থেকে। এর আগে (ডিসেম্বরের মধ্যে) বিহানের দেওয়া গাইডের অনুশীলন এবং প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়তে হবে।
• ৩০ ডিসেম্বর পর্যন্ত বইগুলোর পাঠ আত্মস্থকরণের অনুশীলন চলবে।
• ডিসেম্বরে ফ্রি তিনটি ক্লাস নেওয়া হবে।
• কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে। নিয়মিত ক্লাস ও হোমওয়ার্কে ত্রুটি বা গাফলতি পরিলক্ষিত হলে সনদ দেওয়া হবে না।
• প্রুফরিডিং বা লেখালেখির জার্নিতে বিহান টিম সর্বদা সর্বাত্মকভাবে প্রশিক্ষণার্থীর পাশে থাকবে।
কেএল/