যারা উইন্ডোজ কম্পিউটার চালান তারা চাইলে অ্যানড্রয়েড স্মার্টফোন কানেক্ট করতে পারেন। অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে উইন্ডোজ সিঙ্ক করার জন্য গুগল প্লে স্টোরে একাধিক অ্যাপ পাওয়া যায়। তবে এর মধ্যে সবথেকে সহজ বিকল্প হল মাইক্রোসফটের ফোন লিংক। এর মাধ্যমে সহজেই পিসিতেই ব্যবহার করা যাবে নিজের ফোন।
ব্লুটুথ, ওয়াই-ফাই অথবা মোবাইল ডেটার মধ্যে যেকোনও একটা ব্যবহার করে অ্যানড্রয়েডের সঙ্গে কানেক্ট করা যাবে ফোন লিংক। এটি নানা রকম ফিচার প্রদান করে।
দেখে নেওয়া যাক ফোন লিংক দিয়ে কী কী কাজ করতে পারবেন।
১. কল করা এবং কল রিসিভ করা
২. মেসেজ পাঠানো এবং মেসেজের রিপ্লাই করা
৩. ফোনের নোটিফিকেশন দেখা
৪. ছবি দেখা এবং ছবি ট্রান্সফার করা
৫. মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল করা
৬. মিরর অ্যাপ
৭. হটস্পট ক্রিয়েট করা
৮. অ্যানড্রয়েড এবং উইন্ডোজের মধ্যে কপি-পেস্ট করা
৯. ওয়ায়্যারলেস ভাবে ফাইল শেয়ার করা
কম্পিউটারের সঙ্গে অ্যানড্রয়েড ফোন কানেক্ট করার উপায়
বেশিরভাগ পিসিতে মাইক্রোসফট ফোন লিংক প্রি-ইনস্টল করা থাকে। কিন্তু কোনও কারণে এই অ্যাপ না থাকে, তাহলে সেটা ডাউনলোড এবং ইনস্টল করতে হবে মাইক্রোসফট স্টোর থেকে।
স্যামসাং, রিয়েলমির মতো কিছু কোম্পানির কিছু ফোনে লিংক টু উইন্ডোজ অ্যাপ থাকে। কিন্তু এটা প্রিইনস্টল করা না থাকলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে সেটা ডাউনলোড করতে হবে লিংক টু উইন্ডোজ অ্যাপ।
একবার সেটা হয়ে গেলে নিজের পিসি-তে ফোন লিংক অ্যাপ খুলতে হবে এবং স্ক্রিনে যা ভেসে উঠবে, সেখান থেকে অ্যানড্রয়েড বেছে নিতে হবে। এরপর নিজের ফোনটি হাতে নিতে হবে। লিংক টু উইন্ডোজ অ্যাপটি চালু করতে হবে এবং উইন্ডোজ পিসিতে ব্যবহার করা একই মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে।
এবার কিউআর স্ক্যান করতে হবে নিজের অ্যানড্রয়েড ফোনটি দিয়ে। এরপর সংশ্লিষ্ট অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। তারপর এগিয়ে যেতে হবে।
এনএ/