সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৪ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে আরবসহ মুসলিম দেশগুলোর বিকল্প প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। 

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা গাজা উপত্যকার পুনর্গঠন পরিকল্পনার এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবের জেদ্দায় শনিবার (৮ মার্চ) ৫৭ সদস্যের ওআইসির এক জরুরি বৈঠক শেষে এ প্রস্তাব গ্রহণ করা হয়।

মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক তহবিল সংস্থাগুলিকে দ্রুত এই পরিকল্পনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ওআইসির অনুমোদনকে স্বাগত জানান। তিনি আরও জানান, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সম্মতি আশা করছেন। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নসহ জাপান, রাশিয়া, চীন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা প্রস্তাবটি গৃহীত হলে এটি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হবে বলেও  আশা করা হচ্ছে।

এছাড়াও ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী একটি যৌথ বিবৃতিতে তাদের সমর্থন জানিয়ে বলেন, ফিলিস্তিনি বাসিন্দাদের উৎখাত না করে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য এটি একটি বাস্তবসম্মত পথ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ