শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ১৩ আশ্বিন ১৪৩১ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৬


বেনজীরের আলোচিত সাভানা পার্ক; দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে কাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল (শনিবার) থেকে দর্শনার্থীদের জন্য খুলছে গোপালগঞ্জের আলোচিত ‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক’।

শুক্রবার (১৪ জুন) সকালে পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সদস্য সচিব মশিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি সীমিত আকারে খুলে দেয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতোই প্রবেশ মূল্য দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে পারবেন। পার্কের বিভিন্ন রাইড চালু থাকবে। তবে কটেজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে, ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এরপর আর চালু হয়নি এটি। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটির নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন।

প্রসঙ্গত, ‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক’টির মালিক ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কেনা বেনজীরের শতাধিক সম্পত্তি সম্প্রতি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর পরিপ্রেক্ষিতে এই রিসোর্টটির নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ