দেশের ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দিয়েছেন, বরেণ্য আলেম মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী। দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) জমিয়তে উলামায়ে ইসলামের মূল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলামে যোগদান করেন মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী।
বৈঠকে উপস্থিত ছিলেন, দলটির সভাপতি শায়খুল হাদিস উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ফজলুল করীম কাসেমীসহ আরো অনেকেই।
এই যোগদানকে আন্তরিক স্বাগত জানিয়েছে সুধীমহল ও দলটির অন্যান্য নেতৃবৃন্দ। আশা করা হচ্ছে, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারীর মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম আরও সমৃদ্ধ হবে।
এসএ/