বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ছাত্র ও জনগণের আন্দোলনের মুখে ১৬ বছরের যবর দখল ফ্যাসিবাদ হাসিনার পতন হয়েছে ঠিকই। কিন্তু ফ্যাসিবাদের দোসররা থেমে নেই। এখনও দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটানো হয়েছে। তেমনিভাবে রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোড়াছুড়ি পরিহার করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। যাতে কোনো ফ্যাসিবাদ দেশে অরাজকতা করতে না পারে।
আজ শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠকে এসব কথা বলেন তিনি।
মহাসচিব আরও বলেন, অর্ন্তবর্তিকালীন সরকারকেও সকলের সাথে সমন্বয় বৃদ্ধি করে দেশের উন্নয়নে ও জনগণের স্বার্থে একযোগে কাজ করতে হবে। দেশের জনগণ এ সরকারের প্রতি অনেক আস্থা ও বিশ্বাস রাখছে। কোনোভাবেই জনগণের আস্থা ও বিশ্বাস যেন নষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। চালের দাম অনেক বেড়ে যাওয়ায় দেশের মানুষ দিশেহারা এবং পরিবার চালাতে খুবই হিমশিম খাচ্ছে। সুতরাং চালের দাম কমাতে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা আতউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মুফতী উযায়ের আমীন, মাওলানা মুহসিনুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনাঈদ।
হাআমা/