রাজধানীর আফতাবনগরে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসায় শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহ. এর খলিফা মুফতি ইবরাহিম আফ্রিকি-এর আগমন উপলক্ষে নসিহত ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আগামী ৫ এপ্রিল শনিবার সকাল ১০টায় এই নসিহত ও দোয়া অনুষ্ঠিত হবে।
মুফতি ইবরাহিম আফ্রিকি অনুষ্ঠানে দ্বীনি ইলম, আত্মশুদ্ধি ও নবীজির (সা.) আদর্শ নিয়ে আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন।
আয়োজকরা জানিয়েছেন, এই বিশেষ নসিহত সভা সকল ধর্মপ্রাণ মুসলিমের জন্য উন্মুক্ত।
যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আয়োজকরা জানান, রামপুরা ব্রিজ থেকে মেরাদিয়া থেকে সাঁকো পার হয়ে অথবা আফতাবনগর গেট থেকে রিকশাযোগে এম ব্লক মাদরাসা।
এমএইচ/