ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশন শুরু হয়েছে। শুক্রবার ( ১৭ জানুয়ারি ) জুম্মা নামাজের পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে কনভেনশনে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমসহ সংগঠনের শীর্ষ নেতারা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সারাদেশ থেকে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন। ঐতিহাসিক এই মাঠে পবিত্র জুম্মায় নামাজ আদায় করেছেন সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা।
বিনু/