বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ ।। ১৮ পৌষ ১৪৩১ ।। ২ রজব ১৪৪৬

শিরোনাম :
নারীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা থাকা জরুরি গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও জমা দেওয়ার অনুরোধ বিশেষ সেলের ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে সরকার আজ ঐতিহাসিক লংমার্চ দিবস, সেদিন আমি যা দেখলাম চরমোনাই মাহফিলের নমুনায় ফেনীতে ওয়াজ মাহফিল ‘রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগাবে’ খেলাফত ছাত্র আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক কমিটি গঠিত মাওলানা হেমায়েত উদ্দীন রচিত 'ইসলাম ও আরবী শিক্ষা' : একটি সংক্ষিপ্ত রিভিউ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি চুয়াডাঙ্গায় শ্রীমঙ্গলে আব্দুল গণী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা

আস্থা নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না: তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কালাম আজাদ, নীলফামারী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের সমর্থন, আস্থা, বিশ্বাস নিয়ে রাষ্ট্র পরিচালনা জন্য নিজেদের সক্ষমতা অর্জন করতে হবে। তাই আস্থা নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। আজকে যারা ছাত্র জনতার আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। সারাদেশে বিএনপির যে সকল নেতাকর্মীকে খুন গুম আর আহত করা হয়েছে তার প্রতিবাদ জানাই। সকল হত্যাকান্ডের বিচার চাইবে বিএনপি।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নীলফামারী জেলা সদরের লক্ষীচাপা ইউনিয়নের দুবাছুরি মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আওয়ামী ক্যাডারদের নির্যাতন ও আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ গোলাম রব্বানীর পরিবারকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে স্কাইপিতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, তাই জনগণের সমর্থন নিয়েই ক্ষমতা আসতে চায়। জনগণের সমর্থন না থাকলে বিএনপি এগিয়ে যেতে পারবে না। জনগণই বিএনপির মূল শক্তি। স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে আমরা জনগণের সর্মথন নিয়ে আন্দোলন করেছি। বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীদিনেও দেশের উন্নয়নে ও জনগণের জন্য একটি সুখি ও সমৃদ্ধ দেশ গঠনে কাজ করবে বিএনপি। বিএনপির নেতাকর্মীরাও সে লক্ষে কাজ করে যাবে। বিএনপি মানেই বাংলাদেশ। একজন রাজনৈতিক নেতাকর্মীর সবচেয়ে বড় সফলতা হচ্ছে, মানুষের বিশ্বাস অর্জন করা। বিএনপির নেতাকর্মীদের ওপর জনগণের যে আস্থা, বিশ্বাস রয়েছে তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে।

তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে দুই হাজার মানুষকে হত্যা করেছে। আর ৩০ হাজার মানুষকে রক্তাক্ত করেছে। বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে। সেগুলো বাস্তবায়নের সময় এসেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এজন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি ৩১দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দেশ গড়ার। এই দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।

নীলফামারী জেলা বিএনপির তত্বাবধানে ও আমরা বিএনপি পরিবার এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে ২০১৪ সালের জানুয়ারীতে নীফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ গোলাম রব্বানীর পরিবারকে ছয় লাখ টাকা দিয়ে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমরা বিএনপির পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মোস্তাকিম বিল্লাহ।

এর আগে চাবি হস্তান্তর অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলার ১২জনের মাঝে ৬লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ