জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলছেন, দেশকে অস্থিতিশীল করতে একের পর এক চক্রান্ত চলছেই,সচিবালয়ের অগ্নিকাণ্ড এমন চক্রান্তের অংশ কি না তা খতিয়ে দেখতে হবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর কারণ উদঘাটন করতে হবে। তিনি আরো বলেছেন, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মীকে দেশের একজন আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ যোহর নগরীর একটি অভিজাত হোটেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর সভাপতি মুহাম্মদ আবু খয়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হা নুরুল ইসলাম ও এম শাকির আলমের যৌথ পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ ও আগামীর সপ্ন শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মাও খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মাও আব্দুল মালিক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাউসার আহমদ।
এছাড়াও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা নুর আহমদ ক্বাসীমি, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মাওলানা তুফায়েল উসমানী, আতিক নগরী, কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।
পরবর্তীতে কাউন্সিলে অধিবেশনে জামিল আহমাদকে সভাপতি, আবু হানিফ সাদী কে সাধারণ সম্পাদক ও সাকির আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তি।
হাআমা/