মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২১ মাঘ ১৪৩১ ।। ৫ শাবান ১৪৪৬

শিরোনাম :

বিশ্বকাপের ফাইনালে মাঠে ঢুকে ফিলিস্তিনের মুক্তি চাইলেন দর্শক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রোববার বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। টস হেরে ওই ম্যাচ প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসের শুরুতেই নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। 

তার টি-শার্টের পেছনে লেখা ছিল ফ্রি প্যালেস্টাইন। এছাড়া হাতে ছোট একটি ফিলিস্তিনের পতাকা ছিল। মুখে পরা ছিল মাস্ক। তিনি মাঠে ঢুকে ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। এছাড়া টি-শার্টের লেখার প্রতি নির্দেশ করেন। 

নিরাপত্তা কর্মীরা তাকে ধরতে এলে দৌড়ও শুরু করেন। শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীরা তাকে ধরে মাঠ থেকে বের করে নিয়ে যান। ততক্ষণ ম্যাচ বন্ধ ছিল। তার পরিচয় সংবাদ মাধ্যম জানায়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম মনে করছে, তিনি প্যালেস্টাইনের লোক নন। দেশটির স্বাধীনতার পক্ষের ব্যক্তি। 

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ