দাওয়াতি এক সফরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাচ্ছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও সমাজ সেবক শায়খ আহমাদুল্লাহ। সেখানে বিভিন্ন দাওয়াতি মাহফিলে অংশ নেবেন তিনি।
আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে তিনি সফর শুরু করবেন। মারকাজ আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ (ফানার) ব্যবস্থাপনায় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দোহার উদ্যোগে এই দ্বীনি সফর করবেন তিনি।
ইতোমধ্যে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে দোহার মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন।
কাতারে শায়খ আহমাদুল্লাহর পাঁচ দিনের সফরে প্রোগ্রামসূচি:
আগামীকাল ৮ এপ্রিল মঙ্গলবার ওলামা সমাবেশ, মুশাইরিব, গানেম মসজিদ তিনি সফর করবেন।
এরপর ৯ এপ্রিল বুধবার ওয়াকরাহ, হামজাহ মসজিদ, ১০ এপ্রিল বৃহস্পতিবার সানাইয়্যাহ, আলাতিয়্যাহ মসজিদ, ১১ এপ্রিল জুমাবার দাওয়া সেমিনার, ইসলামিক কালচারাল সেন্টার (ফানার হল), ১২ এপ্রিল শনিবার আলখোর, নাসের বিন আব্দুল্লাহ আল মিসনাদ মসজিদ সফর করবেন।
এমএইচ/