বুধবার, ১৯ মার্চ ২০২৫ ।। ৫ চৈত্র ১৪৩১ ।। ১৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
রাজধানীতে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘বদর যুদ্ধের বিজয় কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য অনুকরণীয় মডেল’ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী কাতার : রাষ্ট্রদূত বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা দ্বিতীয় দিনের মতো মাদানী মজলিস বাংলাদেশ-এর ইফতার বিতরণ আওরঙ্গজেবের সমাধিতে হাত দিলে ভারত ভেঙ্গে খানখান হয়ে যাবে: জুনায়েদ আল হাবিব বদরের চেতনা রক্ষায় মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় হামলা, জামায়াতে ইসলামীর গভীর উদ্বেগ এবার ঈদে দেশের নাগরিকরা পাচ্ছেন দীর্ঘ ছুটির সুযোগ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে তরুণদের ৯ সুপারিশ

এবার ঈদে দেশের নাগরিকরা পাচ্ছেন দীর্ঘ ছুটির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি ছাড়াও রয়েছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটি, যার ফলে দেশে কার্যত একটি দীর্ঘ ছুটির অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে। ঈদের আগে ও পরে মোট ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই সম্ভাব্য তারিখ অনুযায়ী, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগের ও পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রয়েছে, পাশাপাশি একই দিনে পবিত্র শবে কদরেরও ছুটি। এর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি থাকবে, এবং ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে।

ছুটি শেষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খুলবে, তারপর আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিসে কার্যক্রম চলবে মাত্র ২ দিন—২৭ মার্চ এবং ৩ এপ্রিল।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুটি ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না, তবে অর্জিত ছুটি নেওয়ার সুযোগ রয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ