মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ।। ৩ চৈত্র ১৪৩১ ।। ১৮ রমজান ১৪৪৬

শিরোনাম :
কচুয়ায় শাজুলিয়া ইমাম-উলামা পরিষদের আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ  ‘স্বৈরাচারী সরকারের সবচাইতে বেশি নির্যাতনের শিকার হেফাজতে ইসলাম’ কবে দিচ্ছে কওমি শিক্ষাবোর্ড বেফাকের রেজাল্ট ? ‘শুধু নির্বাচনের জন্য নয়, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে’ ইফতা-আদবসহ সকল বিভাগে ভর্তির সুযোগ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে   আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত বেরোবি মসজিদের খতিবের পিএইচডি ডিগ্রি অর্জন জার্মানি থেকে হজের জন্য সাইকেলযাত্রা ‘মুসলমানদের নিরাপত্তা প্রদানে ভারতের ব্যর্থতা সভ্যতার জন্য লজ্জাজনক’ ভারতে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

ভারতে মুসলমানদের উপর হামলায় ‘তরুণ আলেম প্রজন্ম-২৪’ এর উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর সাম্প্রতিক সহিংস হামলা, বিশেষ করে হোলি উৎসবের সময় সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তরুণ আলেম প্রজন্ম-২৪। ভারতের বিভিন্ন প্রদেশে মুসলমানদের ওপর ধারাবাহিক নিপীড়ন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, অন্যায় গ্রেপ্তার, রোজাদারদের হয়রানি এবং হত্যাকাণ্ড গভীর উদ্বেগজনক ও অমানবিক।

আজ ভোরে (১৭ মার্চ) গণমাধ্যমকে পাঠানো তরুণ আলেম প্রজন্ম-২৪ এর প্রচার সম্পাদক কে এম তাহমীদ হাসান স্বাক্ষরিত  এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বসভ্যতার ইতিহাস সাক্ষ্য দেয়— যে সমাজ বা রাষ্ট্র সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন করে, তাদের ওপর নির্যাতন চালায়, সে রাষ্ট্র কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। ভারত যদি নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হয়, তবে দেশটি ভয়াবহ অভ্যন্তরীণ সংকটের দিকে ধাবিত হবে এবং অখণ্ডতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলোর অপতৎপরতার বিরুদ্ধে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ এবং ওআইসি-সহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ভারতের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছাড়াও সংগঠনটি বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে এই ইস্যুতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলে, পৃথিবীর যেকোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘন হলে প্রতিবাদ করা আমাদের ঈমানি ও মানবিক দায়িত্বের অংশ বিবেচিত হওয়া উচিত।

সংগঠনটির পক্ষ থেকে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে বলা হয়, এই কঠিন সময়ে ধৈর্য ধরে আত্মমর্যাদা রক্ষা করতে হবে। তারা আরও বলে, ‘জালিম কখনো টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ভারতের মুসলমানদের পাশে আছি।’

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ