রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৯ মাঘ ১৪৩১ ।। ৩ শাবান ১৪৪৬


যাওয়া হয়নি মাঠে, মাইকে বাজানো মোনাজেতেই অংশগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়া হয়নি টঙ্গীর তুরাগ তীরে এমন অনেকে আছে। তবে মাইকে বাজানো মোনাজাতে অংশগ্রহণ করেছেন তারা।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে এমন চিত্রই দেখা গিয়েছে উত্তরার জসীমউদ্দিন রোডে

গণপরিবহন সংকট কিংবা কাজের ব্যস্ততায় তুরাগতীরের ইজতেমা ময়দানে গিয়ে আখেরি মোনাজাতে সরাসরি শামিল হতে পারেননি তারা। ফলে মাইকে বাজানো মোনাজাতেই শামিল হয়েছেন, চাইছেন আল্লাহর রহমত ও ক্ষমা।

জসীমউদ্দিন রোডসহ আশেপাশের এলাকাতে সড়কের দু, পাশেই এভাবে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এতে নারী-পুরুষের পাশাপাশি রয়েছে শিশুরাও।

মোনাজাতে অংশগ্রহণকারী আবদুল গনি বলেন, ইচ্ছে থাকা সত্তেও সকালে কাজের ডিউটি থাকায় ইজতেমা ময়দানে যেতে পারিনি। এখানে মাইকে মোনাজাত বাজানো হচ্ছিলো, তাতেই অংশ নিয়েছি।

আরেক মুসল্লী আবদুল গাফফার বলেন, ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে সরাসরি শামিল হতে না পারলেও দূর থেকে অংশ নিয়েছি। আল্লাহ আমাদের এ মোনাজাত যেন কবুল করে নেন।

এমএন/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ