শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বাউবি'র ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম গত ১৫ আগস্ট ২০২৪ তারিখ বৃহস্পতিবার থেকে বাউবি'র ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার এর পদত্যাগসহ ৭ দফা দাবিতে ক্যাম্পাসে র‍্যালিসহ আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১ টায় বাউবি গাজীপুর মূল ক্যাম্পাসে এক র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে বাউবি'র ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার এর অনতিবিলম্বে পদত্যাগের আহবান জানানো হয়। উক্ত সভা থেকে বাউবি ট্রেজারার কর্তৃক বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম এর শিক্ষকগণের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম জানায়, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলন দমনের লক্ষ্যে গত ১ আগষ্ট বাউবি'র শিক্ষক সমিতিকে ব্যবহার করে শিক্ষার্থীদের বিরুদ্ধে বাউবি গাজীপুরস্থ প্রধান ক্যাম্পাসে মানব বন্ধনের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে বাউবি'র ভিসি সকল আয়োজনের ব্যবস্থা করেন। 

বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম আরো জানায়, এছাড়া এই শেষ সময়ে এসে টোপ হিসেবে কিছু সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাউবি'র এফডিআর ভেঙ্গে ১৪১ কোটি টাকা হাউজ লোন প্রদানের নামে অর্থ লোপাটের উদ্যোগ গ্রহণ করছেন। যা বাউবি পরিবারের সচেতন মহলকে উদ্বিগ্ন না করে পারে না। বাউবি'র ভিসি'র নিজস্ব কিছু অসৎ কর্মকর্তা কর্তৃক আইন বিভাগের নকল সার্টিফিকেট মোটা অংকের টাকায় বিক্রির ব্যবস্থা করায় তা তদন্তের জন্য বিশেষজ্ঞ কমিটিকে সাত (৭) লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু অদ্যাবধি সে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট আলোর মুখ দেখেনি। এছাড়া বাউবি'র শিক্ষার্থী ভর্তির ৬৪ লক্ষ টাকা একজন কর্মকর্তার ব্যক্তিগত এ্যাকাউন্টে জমা হয়; তার নিকট থেকে ৪০ লাখ টাকা উদ্ধার করলেও বাকি টাকা উদ্ধারের দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাছাড়া শিক্ষার্থী ভর্তির OSAPS সফটওয়ার-এ প্রদত্ত ভর্তি ফি'র ২ কোটি টাকা আত্মস্মাতকারী সিন্ডিকেট ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ