শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

দুপুরেই দেশে ফিরছেন ড. ইউনূস, বিমানবন্দরে স্বাগত জানাবে ছাত্র-জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা ফিরবেন প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় ১০টা) প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসের ঢাকায় পৌঁছার কথা।

এদিকে দেশের নতুন নেতাকে স্বাগত জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আগ্রহী ছাত্র-জনতাকে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বুধবার রাত ১২টা ২৩ মিনিটে সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান থাকবে।’

বুধবার প্যারিস ত্যাগকালে চার্লস দ্য গল বিমানবন্দরে বিমানবন্দরে কড়া নিরাপত্তা দিয়ে তাকে পৌঁছে দেয় ফ্রান্সের নিরাপত্তা বাহিনী।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার জানিয়েছে, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) ঢাকার সময় দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

প্যারিস ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের ড. ইউনূস বলেন, ‘আসুন আমরা আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করি। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আবেদন করছি। অনুগ্রহ করে সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন।’

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ