শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম

পাকিস্তান এখন বলে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তান এখন বলে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। এটাই শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা। সব সূচকেই আমরা পাকিস্তান থেকে এগিয়ে আছি। 

তিনি বলেন, ২০২১ সালে জিডিপিতে আমরা ভারতকে পেছনে ফেলেছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমাদের এ উন্নয়ন আরও অনেক দূর যেতে পারতো, যদি দেশে নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি না থাকতো।

শনিবার বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের সময় হত্যাযজ্ঞ চালিয়েছে, অসংখ্য মানুষ মেরেছে। এখন বাংলাদেশে নব্য হানাদার বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। তারা সাধারণ মানুষের ওপর বোমা নিক্ষেপ করছে, বাসে আগুন দিচ্ছে এবং ট্রেন লাইন উপড়ে ফেলছে।
তিনি বলেন, ২৮ অক্টোবর সাংবাদিকদের যেভাবে মেরেছে, তার ধিক্কার জানাই। এর বিচার হবেই। বিরোধী রাজনীতি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা রাজনৈতিক ধর্ম নয়। এই অপশক্তিকে নির্মূল করতে হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ফয়সালা হবে যে, দেশ এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ সভাপতি এম এ কুদ্দুস, মানিক লাল ঘোষ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ