শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

বিএনপির অবরোধ : আরো ১০ যানবাহনে আগুন ৩৬০ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দশম দফা অবরোধের প্রথম দিনে গতকাল বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ১০টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির দাবি, ঢাকাসহ সারা দেশে দলটির ৩৬০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলের নেতাদের দাবি, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে এ পর্যন্ত দলটির ২২ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  রাজধানীর মতিঝিল, পল্টন, বাড্ডা, রামপুরা, পল্টন ও পুরান ঢাকার কয়েকটি এলাকাসহ সারা দেশে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা গতকালও ঝটিকা মিছিল করেছেন।   দেশের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি এক দিনের বিরতি দিয়ে গতকাল ও আজ বৃহস্পতিবার দশম দফায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। সমমনা দলগুলোও একই কর্মসূচি পালন করছে তাদের সঙ্গে। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সারা দেশে সতর্ক রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।   গত রাত সাড়ে ৮টা পর্যন্ত সারা দেশে আরো ১৮ মামলায় ৩৬০ জনকে গ্রেপ্তারের দাবি করেছে বিএনপি। এসব মামলায় মোট আসামি করা হয়েছে এক হাজার ৭৮৫ জনকে। বিভিন্ন এলাকায় হামলায় আহত হয়েছেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ৯৫৪ মামলায় দলটির ২২ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়।  গতকাল সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই দাবি করেছেন। গতকাল বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার একটি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয়। সকাল পৌনে ১১টার দিকে ঢাকার বাইরে চাঁদপুরের বাজার রোড এলাকায় একটি কাভার্ড ভ্যানে, সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজার সড়কে গাছের টুকরা ফেলে গতি রোধ করে একটি কাভার্ড ভ্যানে এবং রাত সাড়ে ৮টার দিকে সিলেটের কদমতলী বাস টার্মিনালে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল দুপুরে খুলনার শেরে বাংলা রোডের জোহরা খাতুন স্কুলসংলগ্ন সড়কে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী পরিবহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  বিএনপির ২৬ নেতাকর্মীর কারাদণ্ড  রাজধানীর ক্যান্টনমেন্ট থানার নাশকতার মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ ছাড়া বিচারক একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন।

এমএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ