শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৪ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

ডাব মার্কায় নির্বাচন করবেন হিরো আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।  তিনি বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি- পিআরপি থেকে নির্বাচন করবেন।

সেই লক্ষ্যে বৃহস্পতিবার দলটির মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম।  তার সহকারী সুজন রহমান শুভ এদিন বিকাল সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন

মনোনয়নপত্র জমা দেওয়ার পর শুভ বলেন, ‘আমরা বগুড়া-৪ আসনে হিরো আলম ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিলাম। আমরা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেইনি। আলম ভাই এবার বাংলাদেশ কংগ্রেস জোটের ‘ডাব’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।’

যদিও হিরো আলম বুধবার প্রথমে সুপ্রিম পার্টির মনোনয়নপত্র কিনেছিলেন। তবে বৃহস্পতিবার জমা দিলেন পিআরপির মনোনয়নপত্র। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘সুপ্রিম পার্টির মনোনয়নপত্রে একটু ভুল ছিল। তারা আরও একজনকে মনোনয়ন দিয়েছেন, এটা আগে জানা ছিল না।’

অন্যদিকে হিরো আলম এ প্রসঙ্গে মুঠোফোনে ঢাকা টাইমসকে বলেছেন, ‘সুপ্রিম পার্টির নামে ভুল করে মনোনয়নপত্র তুলেছিলাম। পরে সেখান থেকে নাম সরিয়ে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়নপত্র দাখিল করেছি। এই দলে এবার আমার মার্কা ‘ডাব’।’

এই নিয়ে তৃতীয়বার বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হতে চলেছেন হিরো আলম। তার ভোটের লড়াই শুরু হয়েছিল ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে। সে বার বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। মার্কা পেয়েছিলেন সিংহ।

তবে বিপক্ষ দলের প্রার্থীর লোকদের মারধরের শিকার হয়ে সে নির্বাচনে ভোট বর্জন করেন হিরো আলম। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বগুড়া-৪ এবং সদর আসনের উপনির্বাচনে ফের স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। এবার পান একতারা প্রতীক।

কিন্তু জিততে পারেননি দ্বিতীয় চেষ্টায়ও। বগুড়া-৪ আসনে হিরো আলম হেরে যান অল্প ভোটের ব্যবধানে। সদর আসনে হারেন বড় ব্যবধানে।

যদিও হিরো আলম সে সময় দাবি করেন, বগুড়া-৪ আসনে তিনিই জিতেছিলেন। তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। সেই বগুড়া-৪ আসন থেকে আরও একবার প্রার্থী হতে চলেছেন স্বঘোষিত এই হিরো।

তবে শুধু বগুড়া নয়, চলতি বছরের ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও প্রার্থী হয়েছিলেন হিরো আলম। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত। তিনি জয়ও পান।

ওই নির্বাচনেও ভোটের দিন মারধরের শিকার হন হিরো আলম। তাকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত করাতে হয়। সে সময় হিরো আলম অভিমান করে বলেন, তিনি আর নির্বাচন করবেন না। সেই অভিমান ভেঙে ফের ভোটের মাঠে ‘সাহসী হিরো আলম’।

এমএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ