আগামী কাল (২১ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার রাজধানী ঢাকার আফতাবনগরের আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসায় ফুজালা উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। আফতাবনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতী মোহাম্মদ আলীর সভাপতিত্বে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনে অংশ গ্রহণ করবেন জামিয়ার বর্তমান ও সাবেক ছাত্ররা। সকাল ৯ টা থেকে সারাদিন এই সম্মেলন চলবে।
সম্মেলনে আদর্শ মুদাররিসের পরিচয়, গুনাবলী,দায়িত্ব ও কর্তব্য বিষয়ে কথা বলবেন-জামিয়া শারইয়্যাহ মালিবাগের শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ। দায়ীর গুনাবলী ও বর্তমান প্রেক্ষাপটে দাওয়াতের কর্ম কৌশল বিষয়ে কথা বলবেন-লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ।
মুফতী মোহাম্মদ আলী জামিয়ার সকল ফুজালা ও সাবেক ছাত্রদের উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছেন।
হুআ