|| নুর আলম সিদ্দিকী ||
পবিত্র রমজানের দ্বিতীয় দশকের ফজিলত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি।
আল্লাহর রহমত ও ক্ষমার কথা তুলে ধরে তিনি বলেন- অবশ্যই মানুষ মহাপাপী কিন্তু আল্লাহর রহমত ও ক্ষমা অনেক বড়। তাই আমাদের উচিত পাপ পরিহার করে আল্লাহর রহমত কামনা করা। আল্লাহ তায়ালা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল।
মাওলানা মাদানি বলেন, রমজানের দ্বিতীয় দশক মাগফিরাতের, তাই আমাদের উচিত ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহকে খুশি করা এবং নিজের গোনাহকে মাফ করানো।
বেশি বেশি ইবাদত ও যিকিরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা মানবতার জন্য কাজ করে এবং কল্যাণের পথে চলে তাদেরকেই মহান আল্লাহ দুনিয়া ও আখেরাতে মহা পুরস্কার দান করেন।
সূত্র: দেওবন্দ টাইমস
এনএ/