শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ

মসজিদুল হারামের মাতাফ ও কাবার আশপাশে চিলড্রেন স্ট্রলার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

২০২৪ সালের হজযাত্রাকে সামনে রেখে বেশকিছু নীতিমালা চালু করেছে সৌদি সরকার। হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মাতাফ এলাকায় চিলড্রেন স্ট্রলার নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে।

ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি মাতাফের নিচতলায় শিশুদের স্ট্রলারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, বিশেষ করে পবিত্র কাবার আশপাশের এলাকা, যেখানে হজযাত্রীদের চলাচল বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পবিত্র স্থানটিতে নিরাপত্তা বাড়ানো ও ভিড় কিছুটা কম করতে হারামাইন শরিফাইনের জেনারেল অথরিটি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, মাতাফের নিচতলায় স্ট্রলার নিষিদ্ধ থাকলেও মক্কার গ্র্যান্ড মসজিদের মধ্যে নির্দিষ্ট এলাকায়, যেমন মাতাফের উপরের তলাগুলোতে তাদের অনুমতি দেওয়া হয়েছে।

তবে স্ট্রলারগুলো মাস’আতেও ব্যবহার করা যেতে পারে। সাফা এবং মারওয়ার মধ্যে চলমান এলাকা, কিং ফাহদ সম্প্রসারণ এলাকার মাধ্যমে, যদি না মেঝেতে খুব বেশি ভিড় না হয় সেখানেও ব্যবহার করা যেতে পারে।

সৌদি সরকারের মতে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশেষ করে হজ ও ওমরাহ মৌসুমে তাদের সর্বোত্তম স্তরের আরাম দেওয়ার জন্য এই নিয়মগুলো করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে সরকারিভাবে এ বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
 
সূত্র: ইসলামিক ইনফরমেশন

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ