চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মান্নান দানিশ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শুক্রবার (২৫ এপ্রিল) তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বজনদের সূত্রে জানা যায়, তার সামান্য জ্বর ছিল। আজ জুমার নামাজও আদায় করেছেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পটিয়া মাদরাসার সাবেক শিক্ষার্থীরা জানান, মাওলানা আব্দুল মান্নান দানিশ অন্যন্ত আল্লাহওয়ালা ছিলেন৷ বিজ্ঞ আলেমে দীন ছিলেন ৷ বড় শায়ের ও নাহবি ছিলেন ৷ নিজের জীবনের বিশাল অংশ কাটিয়েছেন জামিয়া ইসলামিয়া পটিয়াতে ৷ শেষ এক বছর রাজধানীর পল্লবীর জামিয়া আবদুল্লাহ ইবনে মাসউদ রা.তে খেদমতে নিয়োজিত ছিলেন৷
এমএম/