সোমবার, ০৬ মে ২০২৪ ।। ২২ বৈশাখ ১৪৩১ ।। ২৭ শাওয়াল ১৪৪৫


ভারতের প্রভাবশালী আলেম মাওলানা আব্দুল আলিম ফারুকীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতের প্রভাবশালী আলেম, দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামার শূরা সদস্য হজরত মাওলানা আব্দুল আলিম ফারুকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (২৪ এপ্রিল) ফজরের নামাজের পূর্বে তিনি তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আসরের নামাজের পর নদওয়াতুল উলামা লক্ষ্মৌতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

মাওলানা আবদুল আলিম ফারুকী ১৯৪৮ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে মাজাহির উলুম সাহারানপুরে ভর্তি হয়ে শরহে জামি থেকে মেশকাত পর্যন্ত পড়ালেখা করেন করেন। এরপর দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।

তিনি ইমামে আহলে সুন্নাহ মাওলানা আবদুশ শাকূর ফারুকী রহ. এর নাতি ও জানাশিন এবং মাওলানা আব্দুল সালাম ফারুকী পুত্র।

মাওলানা আবদুল আলিম ফারুকী ব্যক্তি জীবনে সাহাবা বিদ্বেষী, শিয়াবাদি এবং কাদিয়ানিরে ভ্রান্ত মতবাদ খন্ডন করে সাধারণ মানুষকে সতর্ক করতেন। এ বিষয়ে তিনি একাধিক গ্রন্থও রচনা করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ