শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ

কোটা আন্দোলন: জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা। তারা শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেছেন। একই সঙ্গে প্রবাসীদেরকে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানিয়েছেন।

টিবিএন২৪ ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (৩১ জুলাই) এই বিক্ষোভ সমাবেশ হয়। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আমেরিকান সিটিজেন মুভমেন্ট। নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কপালে লাল কাপড় বেঁধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেন বাংলাদেশি-আমেরিকানরা। হাতে পোস্টার, ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করেন। এ সময় 'গণতন্ত্র চায়' বলেও স্লোগান দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানান। এক নারী বিক্ষোভকারী বলেন, এতগুলো শিক্ষার্থীকে মেরে ফেলা হলো, এখন সেটাকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে। আরেক বিক্ষোভকারী বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের আমলে এত বড় হত্যাকাণ্ড হয়নি।

নিউইয়র্কে ওই সমাবেশে যোগ দেন বাংলাদেশের প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। তিনি বলেন, আমরা বাচ্চাদের রক্ষা করতে চাই। যারা আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারে না আমরা তাদের চাই না। এ সময় প্রতিবাদী গান পরিবেশন করেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ