মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ।। ৩০ বৈশাখ ১৪৩২ ।। ১৫ জিলকদ ১৪৪৬


কামরাঙ্গীরচর সাহিত্য ফোরামের আহ্বায়ক কাজী সিকান্দার, সদস্য সচিব মাহমুদুল হক জালীস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আহ্বায়ক কাজী সিকান্দার ও সদস্য সচিব মাহমুদুল হক জালীস

সহিত্য ও সংস্কৃতি চর্চা ও লেখক তৈরির মাধ্যমে সুুন্দর দেশ ও সুসমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে গঠন হয়েছে কামরাঙ্গীরচর সাহিত্য ফোরাম। কামরাঙ্গীরচর সাহিত্য ফোরামের আহ্বাকয় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক কবি কাজী সিকান্দার ও সদস্য সচিব নির্বাচিত হয়েছে কবি মাহমুদুল হক জালিস।

১১ মে ২০২৫ মাদবরবাজারস্থ মক্কা মদীনা হোটেলে সন্ধ্যায় লেখকদের এক প্রিতিভোজ ও আলোচনা সভা হয়। এতে সাহিত্য ও সংস্কৃতি চর্চা গতিশীল করতে ও নতুন লেখক তৈরি এবং নবীন লেখিয়েদের পথ দেখানো নিয়ে বিভিন্ন আলোচনা হয়। এতে কামরাঙ্গীরচর কেন্দ্রিক একটি সংগঠন করার তাগাদা অনুভব করেন লেখকগণ। যার মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কয়েকটি নাম প্রস্তাব করা হয়। পরে সবার সম্মতিতে কামরাঙ্গীরচর সাহিত্য ফোরাম- নামে সাহিত্য ও সংস্কৃতি সংগঠন গঠন করা হয়। 

উপস্থিত সভায় কয়েকটি কার্যক্রম হাতে নেয়া হয়। মাসিক একটি ইংরেজী মাসের শেষ বৃহস্পতিবার— প্রশিক্ষণমূলক সাহিত্য মজিলস এবং দিনব্যাপী সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা করার সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হবে সিদ্ধান্ত গৃহিত হয়।

৭ সদস্য বিশিষ্ট কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মুফতী আফজল হোসেন ও কবি বি এম রুহুল অমিন। অর্থ সচিব মুফতী মাসরুর তাসফীন, সদস্য মাওলানা যুবায়ের আহমদ, ফাহিম, মাওলানা আহমদ মুস্তাকিম, আল-আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ