এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি:
১৬ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ রবিবার বিকাল ৩ টায় নবপল্লী কমিউনিটি সেন্টার সংলগ্নে মাসিক নকীব পাঠক খুলনা মহানগর এর পরিচালক শেখ শাহরিয়ার নাফিস এর সভাপতিত্বে ও সদস্য মুহাম্মাদ সাব্বির আহমাদ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ,গবেষক ও খাদিজাতুল কুবরা মাদ্রাসা খুলনার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ লেখক,গবেষক ও সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আশফাক আহমাদ, মাসিক নকীব পাঠক ফোরাম খুলনা মহানগর এর প্রধান উপদেষ্টা মোঃ মাহাদী হাসান মুন্না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসিক নকীব পাঠক ফোরাম এর কেন্দ্রীয় পরিচালক সুহাইল তানভীর।
কেন্দ্রীয় পরিচালক সুহাইল তানভীরের সিদ্ধান্তক্রমে মাসিক নকীব পাঠক ফোরাম খুলনা মহানগর ২০২৪ সেশন কমিটি বিলুপ্ত করে মাসিক নকীব পাঠক ফোরাম খুলনা মহানগর-২০২৫ এর পূর্ণাঙ্গ আমেলা ঘোষণা করা হয়।
(১)পরিচালকঃ শেখ শাহরিয়ার নাফিস
(২) নির্বাহী পরিচালকঃ মুহাম্মাদ সাব্বির আহমাদ শিবলী
(৩) সহকারী পরিচালকঃ মুহাঃ শাহরিয়ার তাজ
(৪) সাহিত্য পরিচালকঃ মোঃ আমিনুর ইসলাম
(৫) অর্থ পরিচালকঃ মোঃ আল মামুন রাফি
(৬) পাঠাগার পরিচালকঃ মোঃ ফাহিমুর রহমান ফাহিম
(৭) প্রচার পরিচালকঃ মোঃ বায়জিদ হোসাইন উসমানী
(৮) ছাত্র কল্যাণ পরিচালকঃ মোঃ মিরাজুল ইসলাম
(৯) নির্বাহি সদস্যঃ মোঃ মাহমুদুর রহমান সাজীম
(১০) নির্বাহী সদস্যঃ মুহাঃ আখতার
(১১) নির্বাহী সদস্যঃ মুহাঃ রাকিবুল ইসলাম
(১২) সদস্যঃ মোঃ ইয়ামিন
(১৩) সদস্যঃ মোঃ নূরুল করীম
হাআমা/